শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে এই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এবার ডাকসু নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।’
উপাচার্য জানান, বিকেল ৩টা পর্যন্তই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে নির্ধারিত সময় পার হওয়ার পরও যেসব শিক্ষার্থী লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের ভোট নেওয়া হয়েছে।
ভোট চলাকালীন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সে বিষয়ে উপাচার্য বলেন, কার্জন হলে একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনায় পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া টিএসসিতে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন যে, যারা নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভুয়া অভিযোগ করবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।