রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা, ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর এলাকায় জেলা সদর রোডে তার বাসভবনে এই ঘটনা ঘটে।

কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি নিজ বাসায় ছিলেন বলে জানা গেছে।

বাড়ির কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল এসে বাইরের দিক থেকে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। তারপর দুই-তিনজন মই দিয়ে গেট টপকে ভেতরে ঢুকে পড়ে। পরে তারা গাড়িও ভাঙচুর করে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাঝরাতে কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের চেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তিনি। সরেজমিনে গিয়ে দেখতে পান বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বেশকিছু যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। বাসভবনের দোতালায় জানালার গ্লাসগুলোও ভাঙা অবস্থায় ছিলো।

ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025