শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে

গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েন ইশিবা। তিনি গত অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলার পাশাপাশি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সংস্কারের প্রতিশ্রুতি দেন। রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে এলডিপির বিরেুদ্ধে সমালোচনা রয়েছে।

তিনি ক্ষমতা গ্রহণের পরপরই, নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি এবং তার জোটের অংশীদার কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনেও ক্ষমতাসীন জোট পরাজিত হয়।

সেসময় তার পদত্যাগের জোর দাবি ওঠে। তবে পদত্যাগ করতে অস্বীকৃতি জানান ইশিবা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, তিনি ‘এই কঠিন ফল’ আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তবে এখন তার দৃষ্টি হলো বাণিজ্য আলোচনা।

দেশটির ২৪৮ সদস্যের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের ৫০টি আসন দরকার ছিলো। তবে তারা পয় মাত্র ৪৭টি আসন।

নির্বাচনের ফলাফল ইশিবার প্রতি ভোটারদের অসন্তোষকে আরো স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তিনি জাপানের অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আস্থা জাগাতে ব্যর্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025