শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ভারত ভাগের ডাক দিলেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ

ভারতকে তার ‘পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে’ ছোট ছোট দেশে বিভক্ত করার ডাক দিয়েছেন অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট গুনথার ফেলিঙ্গার। যা নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে ফেলিঙ্গার বলেন, আমি ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই।

ভারতীয় গণমাধ্যম বলছে, রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্কের চাপ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই শুল্ক ইস্যুতে ওয়াশিংটন-দিল্লির বড়সড় দূরত্ব প্রকাশ্য হয়ে পড়েছে। এমনকি সম্প্রতি একসময়ের বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ-সালাপও বন্ধ হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। বিপরীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করে তার সঙ্গে নানা অনুষ্ঠানে উচ্ছ্বসিত উপস্থিতি জানান দিচ্ছেন মোদী।

এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র অস্ট্রিয়ার অ্যাক্টিভিস্ট ফেলিঙ্গার ভারত ভাঙার ডাক দিলেন। এ সংক্রান্ত একটি ম্যাপ তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

পোস্ট করা ম্যাপে দেখা যাচ্ছে, উত্তর ভারতের বড় অংশকেই ‘খালিস্তান’ হিসেবে চিত্রিত করা হয়েছে। এ ছাড়া মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তরপূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরালা ও তামিলনাড়ুসহ বিভিন্ন অঞ্চল আলাদা আলাদা পতাকার রঙে সজ্জিত।

এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, আজ আমি শিখ নেতার (এক্স হ্যান্ডেল) সঙ্গে ২ ঘণ্টা ধরে আলোচনা করেছি। কীভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে, তা নিয়ে কথা হবে। ভারতকে ‘সাবেক ভারত’ করতে হবে। রাশিয়ারপন্থি স্বৈরশাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কীভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025