শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুর পৌর বিএনপির (উত্তর) নতুন কার্যালয় উদ্বোধন জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী মিন্টু মেহেরপুরে খোকসা যুব সংঘের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হলেন মোস্তাফিজুর রহমান তুহিন জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা-গুলিবর্ষণ, আহত অর্ধশতাধিক সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া হাসিনা বললেন—সোনা আমার, শাওনের দাবি এআই এবার ভূমিকম্পে কাঁপলো ভারত প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

নেপালে ফেসবুকসহ বেশিরভাগ সামাজিকমাধ্যম বন্ধ

ফেসবুক, এক্স, ইউটিউবসহ প্রধান প্রধান সামাজিকমাধ্যম বন্ধ করছে নেপাল। প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পুরণে ব্যর্থ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার। খবর বার্তা সংস্থা এপির।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। নেপাল সরকার বলছে, এই পদক্ষেপ অনলাইনে ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ দমনের একটি প্রচেষ্টার অংশ।

তবে টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ এবং পপো লাইভ ইতোমধ্যে নিবন্ধন করায় এগুলো বন্ধ হচ্ছে না।

নেপালের যোগাযোগ ও তথ্যমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেছেন, নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত বেশ কয়েকটি সামাজিকমাধ্যমকে বারবার নোটিশ দেওয়া হয়েছে, যাতে তারা তাদের প্রতিষ্ঠানগুলোক দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করে।

তিনি বলেন, প্ল্যাটফর্মগুলো অবিলম্বে ব্লক করে দেওয়া হবে। বর্তমানে দেশটির তিন কোটি জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে।

নেপাল সরকার কোম্পানিগুলোকে দেশে একটি যোগাযোগ অফিস বা পয়েন্ট স্থাপনের কথা বলে আসছে। সামাজিক প্ল্যাটফর্মগুলো সঠিকভাবে পরিচালানা, দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক করার লক্ষ্যে এ বিষয়ে সংসদে একটি বিলও আনা হয়েছে।

নেপাল কর্তৃপক্ষ বলছে, সামাজিকমাধ্যম পর্যবেক্ষণের জন্য আইন করা প্রয়োজন। ব্যবহারকারী এবং অপারেটর উভয়ই এই প্ল্যাটফর্মগুলোতে কী শেয়ার করছেন এবং কী প্রকাশিত হচ্ছে বা বলা হচ্ছে তার জন্য তাদের দায়ী ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

দেশটির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন করার জন্য বুধবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। এতে শর্ত হিসেবে নিবন্ধনের সময় স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী এবং কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম দেওয়ার কথা বলা হয়।

দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, আমরা তাদের নিবন্ধনের জন্য পর্যাপ্ত সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করেছে। যে কারণে তাদের সেবা নেপালে বন্ধ করে দেওয়া হচ্ছে।

যদিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025