বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম :
চরম ক্ষুব্ধ বিএনপি জোটের প্রার্থীর দলীয় প্রতীকের বাধ্যবাধকতা প্রত্যাহারে বিএনপির চিঠি বাংলাদেশে আজ সাড়ে ১০ হাজার টাকা কমে বিক্রি হবে প্রতি ভরি স্বর্ণ মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি গোলাম রসুল ইন্তেকাল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেব: জামায়াতে আমির ধরা পড়ছেন এনবিআরের দুর্নীতিবাজ কর্মকর্তারা অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের পথ তৈরি হবে: সালাহউদ্দিন আহমদ আবারো খুলে পড়লো মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড, নিহত ১

ডাকসু নির্বাচনের আগে হলে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করলো ঢাবি

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে আবাসিক হলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান, ২ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে পারবেন। এ নির্দেশের মূল উদ্দেশ্য হলো— সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে আবাসনের সুযোগকে কেবল নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে সীমিত রাখা।

বহিরাগতদের প্রবেশ রোধ করার মাধ্যমে প্রচার ও ভোটের সময় বাইরের প্রভাব ও সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকানোই এ সিদ্ধান্তের লক্ষ্য। এজন্য নির্বাচনের দিন ক্যাম্পাস সিল করা হবে এবং ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। ওই সময় প্রবেশাধিকার থাকবে শুধুমাত্র বৈধ শিক্ষার্থী, স্বীকৃত সাংবাদিক ও অনুমোদিত কর্মকর্তাদের।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী রাত ১০টার পর লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ এবং নির্বাচনি কার্যক্রমে বহিরাগত অংশগ্রহণে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ শ্রেণিকক্ষ, করিডোর, পরীক্ষা হল, গ্রন্থাগার ও ধর্মীয় স্থাপনাতেও প্রযোজ্য হবে।

ঢাবি প্রশাসনের মতে, এ পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে, যাতে শিক্ষার্থীরা বহিরাগত চাপ বা প্রভাব ছাড়াই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025