রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা, সম্পর্কের বরফ গলছে

সাম্প্রতিক রাজনৈতিক বাকযুদ্ধের পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মধ্যে সম্পর্কের শীতলতা কাটতে শুরু করেছে বলে আভাস মিলেছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ বিষয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং উপহারও দিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই।’

এর আগে নির্বাচন কমিশন ভবনে এক ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি মন্তব্য হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতেও সমালোচনা চলে। বৈঠকে রাজনৈতিক সংস্কার ও বিচারব্যবস্থার প্রসঙ্গ তুলে হাসনাত বলেন, ‘শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘এই ঘটনা আমাদের জন্য সতর্কবার্তা। আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল।’

বৈঠকে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025