রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

নতুন মামলায় আনিসুল-সালমানসহ ছয় জন গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয় জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

গ্রেফতার দেখানো অপর তিন আসামি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান।

বুধবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেফতার দেখানো মামলাগুলোর মধ্যে রাসেল মিয়া হত্যা মামলায় আনিসুল, সালমান ও পলককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। জাহাঙ্গীর আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয় ইমরান হাসান হত্যা মামলায়।

মেহেদী হাসান পান্থ হত্যা মামলায় কামরুল ইসলামকে ও যাত্রাবাড়ী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানকে স্টিলের দোকানের কর্মচারী রাসেল মিয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025