বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা। তার নাম দিদারুল ইসলাম। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে একথা নিশ্চিত করেছেন। খবর এনবিসি নিউজের।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার নিউইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে এ বন্দুক হামলা হয়। নিহতদের মধ্যে রয়েছেন হামলাকারীসহ একজন পুলিশ কর্মকর্তা, তিনজন বেসামরিক মানুষ। নিহত পুলিশ কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী।
মেয়র বলেন, ‘দিদারুল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেন। তিনি মানুষের জীবন রক্ষা করছিলেন; নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন।’
গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন।
ঘটনাস্থলটি এখন পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে। ঘটনাস্থল ছিল ৩৪৫ পার্ক এভিনিউ এবং ইস্ট ফিফটি ওয়ান স্ট্রিট। এ ঘটনায় একমাত্র সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন, তবে তার নাম-পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
পুলিশ কমিশনার জেসিকা টিসচ এক্সে পোস্টে জানিয়েছেন, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্দেহভাজন বন্দুকধারীকে নিষ্ক্রিয় করা হয়েছে।