বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার এএন-২৪ বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর ইকোনমিক টাইমসের।
আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের দিকে যাচ্ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বিমানটি তার গন্তব্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটির সন্ধান চালানো হচ্ছে। বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
তিনি জানান, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী এবং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
বিস্তারিত আসছে…