রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

চিকিৎসা সহায়তায় আগ্রহী ভারত, সরকারকে আনুষ্ঠানিক চিঠি: হাইকমিশন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহের কথা জানিয়ে সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারত। মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে।

চিঠিতে দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের চিকিৎসায় চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বলা হয়েছে।

এক্ষেত্রে ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025