মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

টানা ১০ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

Screenshot

ঈদুল আজহার ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস। এর আগে, ঈদের আগে ৪ জুন (বুধবার) ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

গত বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয় টানা ১০ দিনের সরকারি ছুটি। সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হয় ৭ জুন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে, এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রেখেছিল সরকার।

সরেজমিনে গেয়ে দেখা গেছে, ছুটির শেষ দিন শনিবার গভীর রাত পর্যন্ত অনেক মানুষকে গ্রাম থেকে রাজধানীতে ফিরতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা বাসগুলোর বেশ চাপও ছিল টার্মিনালগুলোতে। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও অন্য দিনের চেয়ে শনিবার বেশি প্রবেশ করছে ঢাকায়। রাজধানীমুখী ট্রেনেও যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

যাত্রীদের চাপ ও ব্যক্তিগত গাড়ি বেশি থাকলেও উল্লেখযোগ্য ভোগান্তির চিত্র দেখা যায়নি। তবে ঢাকায় সড়কে গত কয়েকদিনের তুলনায় আজ গাড়ির চাপ ও মানুষের চলাচল আবারও বাড়তে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024