শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল সাড়ে ৭টা ঈদের নামাজ শুরু হয়।

প্রধান উপদেষ্টা ছাড়াও জাতীয় ঈদগাহের প্রথম জামাতে নামাজ আদায় করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ অনেকেই নামাজ আদায় করেন।

এদিকে ঈদের নামাজকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তা নেওয়া হয়।

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ, এসএসএফসহ বিভিন্ন বাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজনস্থল পর্যবেক্ষণ করেন।

 

এবার জাতীয় ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024