শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাসের বিরাসার এলাকায় দুই শতাধিক গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক সড়কে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে। আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে।
আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন।
ওসি জানান, প্রতিটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যাওয়ার ঘটনা ঘটে বলেও জানান তিনি।