শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

ইশরাকের গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগ নেতা গিয়াস রিমান্ডে

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানিয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

 

এর আগে, গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১২ অক্টোবর ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা দেন ইশরাক হোসেন। ওই সময় তার সঙ্গে দলের নেতাকর্মীদের ৫০-৬০টি গাড়ি ছিল।

সকালে গাড়িবহরটি মিরসরাই থানা এলাকা অতিক্রম করার সময় স্থানীয় একটি অংশ দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়, আহত হন কয়েকজন। ঘটনার সময় বেশ কয়েকটি মুঠোফোন, পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
হামলার ঘটনায় ২০২২ সালের ২৬ অক্টোবর মামলা করা হয়। এতে উল্লেখ করা হয়, হামলায় প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024