শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগে করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানিয়েছে, বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় মিরসরাই থানায় দায়ের হওয়া মামলায় গিয়াস উদ্দিনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, গত ২৩ মে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১২ অক্টোবর ফেনী থেকে চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা দেন ইশরাক হোসেন। ওই সময় তার সঙ্গে দলের নেতাকর্মীদের ৫০-৬০টি গাড়ি ছিল।