শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে টানা বৃষ্টিপাত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি এখন মোংলা সমুদ্র বন্দর থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। এর ফলে বৃহস্পতিবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

টানা বৃষ্টিপাতের সাথে হালকা-মাঝারি ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুরেরা।

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশীদ বলেন, নিম্নচাপের প্রভাবে মোংলার সাগর ও সুন্দরবন উপকূলের কোথাও কোথাও হালকা, মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

নিম্নচাপের ফলে সাগর ও নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, বৃহস্পতিবার মোংলা বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও মেশিনারিসহ ১০টি বাণিজ্যিক জাহাজ অবস্থান রয়েছে। বন্দরের সকল জাহাজেরই পণ্য খালাস ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী বলেন, বৃষ্টিপাতের কারণে কোন কোন জাহাজের কাজ বন্ধ, কোন কোনটির কাজ বিঘ্নিত হচ্ছে।

আবার কোনটির কাজ বন্ধ রয়েছে। সব মিলিয়ে বৃষ্টিতে কাজের ক্ষতির পাশাপাশি লোকসানে পড়তে হয়। কারণ বৃষ্টিতে কাজ বন্ধ থাকলে জাহাজের পণ্য খালাসে অতিরিক্ত সময় লাগে। এতে সময় মত জাহাজের বন্দর ত্যাগে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024