Editor Panel
- ২৬ মে, ২০২৫ / ৫০ Time View
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০২৬ সালের ৩০ জুনের আগেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।
মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি দেশ ও জাতিকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করতে চান।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য উপস্থাপন করে।
প্রথমত, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতির অভাবের কথা তুলে ধরে দলটি। মামুনুল হক জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুত এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
দ্বিতীয়ত, শাপলা চত্বরের ঘটনায় এবং অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, বিচার কার্যক্রম শিগগিরই দৃশ্যমান হবে বলে তিনি আশা করেন।
তৃতীয়ত, করিডোর ইস্যুতে দলের উদ্বেগ তুলে ধরা হলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, কোনো ধরনের দেশবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হবে না এবং এ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভাজন দূর করতে ঘন ঘন সংলাপের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। মামুনুল হক জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও সম্মতি প্রকাশ করেছেন।
শাপলা চত্বরের ঘটনার বিচারের দাবিতে চলমান মে মাসের কর্মসূচি ও তার প্রেক্ষিতে দেওয়া দুই মাসের আল্টিমেটামের বিষয়টি স্মরণ করিয়ে দিলে, প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে তা বিবেচনা করবেন বলে জানান।
নারী সংস্কার কমিশন সংক্রান্ত বিতর্কিত প্রস্তাব নিয়েও আলোচনা হয়। মামুনুল হক বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে, কোনো ধরনের ইসলামী মুল্যবিরোধী আইন দেশে কার্যকর করা হবে না।
নির্বাচন নিয়ে সময়সীমা চূড়ান্ত করার বিষয়ে জোর দিলে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে, ২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৈঠকের শেষ দিকে মামুনুল হক জানান, প্রধান উপদেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানজনক অবস্থানে নিতে চান। এই লক্ষ্যে সব রাজনৈতিক পক্ষের সহযোগিতা কামনা করেছেন।