রবিবার, ০৬ Jul ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
ঈদুল আযহা ঘিরে বাজারে আসছে নতুন টাকার নোট। তবে গত ঈদুল ফিতরের আগে বাজারে নতুন নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। এবার আসন্ন ঈদুল আযহা সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গাজীপুরের দ্যা সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন (টাকশাল) এরই মধ্যে এসব নোট ছাপার কাজ শুরু করেছে।
নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। তার পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পূর্বের নকশা ফিরে আসছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসবে। সেভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে।