শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা ২৪ জুলাই থেকে ০৩ আগস্ট এবং লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট অনুষ্ঠিত হবে। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৭তম বিসিএসের এমসিকিউ ০৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গত ২৮ এপ্রিল সরকারের তথ্য বিবরণীতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এ কথা বলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024