শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

নিজ হলের পাশেই ছুরিকাঘাতে আহত রাবি শিক্ষার্থী

ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছিনতাইকারীর আঘাতে তিনি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

আহত ছাত্র বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের আরাফাত শাওন।

তিনি সৈয়দ আমীর আলী হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ মে রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের মাঠে তাকে ছুরি মারা হয়। তবে কারা এটা করেছে তৎক্ষনাৎ সেটা সনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ছিনতাইকারী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। তার পেটে আঘাত করা হয়েছে। তবে চিকিৎসার পর এখন তিনি শঙ্কামুক্ত। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024