শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছিনতাইকারীর আঘাতে তিনি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।
আহত ছাত্র বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের আরাফাত শাওন।
তিনি সৈয়দ আমীর আলী হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ মে রাতে সৈয়দ আমীর আলী হলের পাশের মাঠে তাকে ছুরি মারা হয়। তবে কারা এটা করেছে তৎক্ষনাৎ সেটা সনাক্ত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ছিনতাইকারী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।