শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

জুলাই শহিদদের কাছে আমরা সবাই ঋণী : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Screenshot

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই আন্দোলনে শহিদ এবং আহতদের কাছে আমরা সবাই ঋণী। রবিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহত পরিবারের সদস্যদের যে আর্থিক সাহায্য করা হচ্ছে তা যথেষ্ট নয়। তাদের কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

অন্যায় এবং অবিচার বাংলাদেশের ছাত্রসমাজ এবং সাধারণ মানুষ কখনোই মেনে নেয় না এটি ২০২৪ এর এই ছাত্র আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে। শহিদদের আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে।

 

তিনি বলেন, বর্তমান সরকার আহতদের যতদিন প্রয়োজন ততদিন চিকিৎসা সুবিধা দেবে। আহত এবং শহিদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি অধিদপ্তর হচ্ছে।

যে ছাত্ররা সুস্থ আছেন, তারা নারী নির্যাতনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারেন। 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনার ৬১ জন আহতদের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হলো।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

 

এর আগে, অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024