শনিবার, ২১ Jun ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

‘ইতিহাসে এটাই প্রথম’, জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে প্রধান বিচারপতি

‘ইতিহাসে এটাই প্রথম যে, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ে’, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আজ মঙ্গলবার (১৩ মে) সকালে আপিল বিভাগের শুনানিতে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। উপস্থিত রয়েছেন আইনজীবী শিশির মনির। ইসির পক্ষে রয়েছেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

২০২৩ সালের ১৯ নভেম্বর আপিল মামলাটি খারিজ (আইনজীবী হাজির না থাকায়) করে দেয়। এরপর আপিলটি পুনরুজ্জীবনের জন্য আবেদন করা হয়। গত বছরের ২২ অক্টোবর আদালত বিলম্ব মার্জনা করে আপিলটি শুনানির জন্য রিস্টোর করেছেন। অর্থাৎ পুনরুজ্জীবন করেছেন।

ওইদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও শিশির মনির। এরপর ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024