শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

যুবদল নেতা সুরুজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Screenshot

বরিশালে যুবদল নেতা সুরুজ গাজি হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

গ্রেপ্তার হওয়া শাহিন সরদার বরিশাল নগরীর গাউয়াসার এলাকার মৃত দেলোয়ার সরদারের ছেলে। তিনি নগরীর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব অধিনায়ক জানান, আধিপত্য বিস্তারের জের ধরে গত ২ মার্চ নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় আরও একজন আহত হন। তাদের উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সুরুজকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় নিহতের ভাই শাহিন গাজী বাদী হয়ে শাহিন সরদারকে প্রধান আসামি করে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন।

চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত করে প্রধান অভিযুক্ত শাহিন সরদার ঢাকা মাদারটেক এলাকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হয়। পরে র‌্যাব-৩ এর সহায়তায় শনিবার দিনগত গভীর রাতে শাহিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, হত্যার শিকার সুরুজ ও প্রধান আসামি শাহিন একই রাজনৈতিক দলের অনুসারী। তাঁদের মধ্যে রাজনৈতিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এছাড়াও আরও কোনো কারণ রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। 

এদিকে সুরুজ হত্যার সকল আসামিকে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার দুপুরে কাউনিয়া হাউজিং এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সেরাজুল হক ও সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি আতাউর রহমান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024