শনিবার, ২১ Jun ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি

নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না। কেউ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) সকালে, সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধী বা অধীনস্থ পুলিশের কোনো অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করা হবে।এই অ্যাপসের মাধ্যমে যেকোন তথ্য দেয়া ও ডিআইজির সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম গোপন থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024