শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই সনদে স্বাক্ষর করেনি যেসব দল জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে: নাহিদ ইসলাম তৃতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় গাংনীতে প্রবাসীর আত্মহত্যা রাকসু নির্বাচনে বিজয়ী হলেন যারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি যাদের সন্তুষ্টিতে জান্নাত ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী

মির্জা ফখরুলের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন।

রবিবার (৪ মে) সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা কীভাবে এগিয়ে যেতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।

বিশেষ করে ট্রেড ও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাশিয়ার আগ্রহ রয়েছে।

 

তিনি আরও বলেন, রাশিয়া একটি শক্তিশালী এনার্জি রিসোর্সসমৃদ্ধ দেশ। এই খাতে বাংলাদেশ-রাশিয়া পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। পাশাপাশি, সাংস্কৃতিক দিক থেকেও রাশিয়া সমৃদ্ধ দেশ।

সেই দিক থেকে ভবিষ্যতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

 

প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনায় বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক সহযোগিতা এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের আগামী নির্বাচনের সময় ও প্রক্রিয়া সম্পর্কেও জানতে চান বলে জানান বিএনপির এ নেতা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025