শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ডাকসুর উদ্যোগে উচ্চশিক্ষা ও রিসার্চ প্রপোজাল প্রস্তুতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত অস্ট্রেলিয়াজুড়ে এক হাজারেরও বেশি শিশু-কিশোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ‘জাতীয় সীরাত কুইজ প্রতিযোগিতায়’ অংশগ্রহণের জন্য ‘রাসূল (সা.) আদর্শ জানবে অস্ট্রেলিয়ার নতুন প্রজন্ম’! ওবায়দুল কাদেরের ভাই গ্রেপ্তার এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী চাকসুর ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয় মেহেরপুরে সাবেক পৌর বিএনপি সভাপতির নেতৃত্বে গণসংযোগ জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না: আইন উপদেষ্টা আমার জানামতে, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন: ক্রীড়া উপদেষ্টা আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

নতুন রূপে মেটা এআই, যে সুবিধা পাওয়া যাবে

মেটা এত দিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা প্রদান করলেও এবার তারা সরাসরি একটি স্বতন্ত্র এআই অ্যাপ উন্মোচন করেছে।

নতুন এই ‘মেটা এআই’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন যেকোনো কাজেই এই ভার্চ্যুয়াল সহকারী সেবা ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র মেটার নিজস্ব প্ল্যাটফর্মে সীমাবদ্ধ থাকছে না এটি। ফলে এআই প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে এবং ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই অ্যাপ ব্যবহারকারীর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট–সংশ্লিষ্ট তথ্য, ব্যবহারের অভ্যাস ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ও ব্যক্তিকেন্দ্রিক উত্তর দিতে সক্ষম।

এটি নির্মাণে ব্যবহৃত হয়েছে মেটার সর্বশেষ লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘এললামা ৪’, যা আগের সংস্করণের চেয়ে অধিক দক্ষ এবং বহু ভাষায় কাজ করতে পারে। জটিল প্রশ্নের উত্তরও এটি যুক্তিসম্মতভাবে উপস্থাপন করতে পারে।

 

এই অ্যাপ মেটার এআইচালিত স্মার্ট চশমার সঙ্গেও সমন্বয় করে ব্যবহার করা যাবে, যার ফলে প্রযুক্তিটি আরও বাস্তবধর্মী ও ব্যবহারবান্ধব হয়ে উঠবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটার এই নতুন উদ্যোগ তাদের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে শক্ত অবস্থান তৈরির কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া মেটা এআই মূলত ভার্চ্যুয়াল সহকারী, যা লার্জ ল্যাংগুয়েজ মডেলের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, জটিল তথ্য বিশ্লেষণ ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025