সোমবার, ০৭ Jul ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

আমেরিকার ব্যবহারের জন্য আইফোন তৈরি হবে ভারতে!

আমেরিকার বাজারের জন্য আইফোনের একটি বড় অংশ এখন থেকে ভারতের কারখানায় তৈরি হবে বলে জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। বৃহস্পতিবার অ্যাপলের এই বছরের প্রথম কোয়ার্টারের আয়-ব্যয়ের হিসাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আমেরিকার বাজারে যে আইফোন বিক্রি হবে তার একটা বড় অংশ তৈরি হবে ভারতে। ’

প্রসঙ্গত, ট্রাম্প চীনের পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্কআরোপ করেছে। আমেরিকার পণ্যের উপর পাল্টা সমপরিমাণ শুল্ক আরোপ করেছে চীনও।

যদিও সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক জিনিসের উপর কিছু ছাড় দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, সেই ছাড়গুলোও আগামী কিছুদিনের মধ্যে বদলে যেতে পারে।

কুক বলেছেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব প্রথম কোয়ার্টারে তাদের উপর খুব বেশি পড়েনি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে এভাবে চলতে থাকলে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হবে তাদের।

সে কারণেই চীন থেকে কারখানা সরিয়ে ভিয়েতনাম এবং ভারতে তা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

 

বাণিজ্য চাপ সত্ত্বেও অ্যাপল বছরের প্রথম তিন মাসে প্রত্যাশার চেয়ে বেশি আয় করেছে। কুক উল্লেখ করেছেন, শুল্ক কোম্পানির আর্থিক দ্বিতীয়-ত্রৈমাসিকের ফলাফলের উপর সীমিত প্রভাব ফেলেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024