মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিক্ষিত নার্স চাই দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কমপ্লেক্সের স্টাফ নার্স ও মিডওয়াইফারি নার্সগণ মানববন্ধন ও মিছিল করেন।
মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন। মানববন্ধনে বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন,সিনিয়র স্টাফ নার্স সাইদা মরিয়ম,রাফিজা খাতুন, শাহিনা খাতুন,সুমিয়ারা খাতুন।
বক্তারা বলেন,বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নুর নার্সদের নিয়ে কটুক্তি করেন। ওই কর্মকর্তার বিচারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন এবং পতাকা মিছিল করা হচ্ছে। মানববন্ধনে গাংনী সন্ধানী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।