শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বিএনপি থেকে কি দূরে সরে যাচ্ছে মিত্ররা ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান পরীক্ষা বন্ধ করে গাংনীতে মানববন্ধন করানোর অভিযোগ বকুল মাষ্টারের বিরুদ্ধে মেহেরপুরে অর্থের বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ঢাকায় পৌঁছালেন ডা: জোবাইদা রহমান কৃষি জমিতে কাজ করছিল বাংলাদেশি যুবক, বিএসএফ গুলিতে বাংলাদেশি যুবক নিহত আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে: বিএনপি প্রার্থী জসিম জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসছেন জোবাইদা রহমান সেনা কর্মকর্তাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিলেন সোহেল তাজ

পারভেজ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরেক আসামি মো. মাহাথির হাসানকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি পারভেজ হত্যা মামলার তিন নম্বর এজাহারনামীয় আসামি।

আজ বুধবার সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ারের বাসা থেকে হালিশহর থানা পুলিশের সহযোগিতায় মাহাথিরকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ।

বনানী থানা পুলিশের বরাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আল কামাল শেখ ওরফে কামাল (১৯) আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।

মাহাথিরসহ পারভেজ হত্যা মামলায় এ নিয়ে ছয়জনকে গ্রেফতার করা হলো।

 

তিনি আরও জানান, আজ বিকালে গাইবান্ধা থেকে র‍্যাব-১ একটি দল পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গ্রেফতার মেহরাজকে গাইবান্ধা থেকে ঢাকায় এনে বনানী থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এর আগে গতকাল মঙ্গলবার পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে কুমিল্লা থেকে গ্রেফতার করে র‍্যাব-১ একটি দল।

পরবর্তীতে তাকে বনানী থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025