শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিন: তারেক রহমান

ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত রাতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় নির্বাচনি জনসভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনের ত্যাগকে মূল্যায়ন করতে হবে। বিএনপি সরকারে এলে ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। উত্তরবঙ্গে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়তে উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘৫ আগস্ট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কারণে হয়নি। গণতান্ত্রিক উপায়ে যাত্রা করতে হবে। এবার জনগণ সিদ্ধান্ত নেবে ১২ ফেব্রুয়ারি তারা কী করবে? সংস্কার নিয়ে বিএনপি লুকোচুরি করেনি।’ জুলাই সনদকে সম্মান করতে ধানের শীষে ভোট দেওয়ার সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘একটি দল কয়েক দিন ধরে বিএনপির নামে মিথ্যা কথা বলে যাচ্ছে। বিএনপি খারাপ হলে তারা বিএনপির সঙ্গে এতদিন ছিল কেন?’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন করে। কমবেশি সব দল সেই কমিশনে তাদের প্রস্তাব উপস্থাপন করে। আমরা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। হতে পারে কিছু প্রস্তাবে দ্বিমত আছে। কোনোটিতে সম্মতি দিয়েছি। কোনোটিতে ডিসঅ্যাগ্রিমেন্ট (দ্বিমত) আছে। যে অধিকার ফেরানোর জন্য আবু সাঈদ, ওয়াসিমসহ হাজারো ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছে; তাঁদের জীবনের মূল্য দিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি।’

নেতা-কর্মী ও ভোটারদের উদ্দেশ তারেক রহমান বলেন, ‘এখন কেন্দ্রে গিয়ে একটি ব্যালটে ধানের শীষে সিল মারুন, অন্য ব্যালটে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিন।’ রংপুরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভা ঘিরে সকাল থেকে রংপুর বিভাগের আট জেলা থেকে দলে দলে মানুষ আসতে থাকে। জনসভায় রংপুর বিভাগের ৩৩ আসনের বিএনপির প্রার্থীরা বক্তৃতা করেন। রংপুর সদর আসনে বিএনপি প্রার্থী সামছুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু প্রমুখ। জুলাই আন্দোলনে রংপুরে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্বজনরা সভায় উপস্থিত ছিলেন। জনসভায় রংপুরের প্রয়াত বিএনপি নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। তারেক রহমান বলেন, ‘নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি বলেন, ‘১৬ বছর আমরা তথাকথিত নির্বাচন দেখেছি। সেসব নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি।’ আগামী নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে : রাজশাহীসহ উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের বৃহৎ একটি অংশের পেশা কৃষি। ১২ তারিখে (ফেব্রুয়ারি) ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করব ইনশাল্লাহ।

দেশ কোন দিকে যাবে- মানুষকে সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান বলেন, আগামী দিন আমরা দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে- এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

লোকারণ্য জনসভাস্থল : দীর্ঘ ২২ বছর পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জনসভাস্থলে নেতা-কর্মী ও সাধারণ মানুষের জনস্রোত নামে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। মাঠ পেরিয়ে সড়কে জনস্রোত সৃষ্টি হয়।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত : জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছে কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তারেক রহমান স্থানীয় জাফরপাড়া মাদ্রাসায় সাইফুল ইসলামকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমি সাইফুলকে আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা আগামী ১২ তারিখ সাইফুলকে ভোট দিয়ে জয়ী করবেন।

‘মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে চাই’ : আবদুর রহমান টুলু, বগুড়া- জানান, গতকাল দুপুরে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন- আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব শ্রেণির মানুষ সম্মানের সঙ্গে বাঁচতে পারবে। তিনি বলেন, আমরা বিশেষ চাহিদাসম্পনন্ন মানুষগুলোকে ঘরের ভিতরে রেখে দিই। এরকম মনমানসিকতা সমাজব্যবস্থায় আছে। তবে যে মানুষগুলো আজ এখানে গান শোনালেন। বক্তব্য রাখলেন। কবিতা পড়লেন- এর থেকে পরিষ্কার বোঝা যায়, আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি, তাদের অনেকের থেকে এ মানুষগুলোর অনেক গুণ আছে। যা আমাদের অনেকের মধ্যে নেই। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়সহ সব অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ালে অনেক প্রতিভাবান বের হয়ে আসবে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক জুবাইদা রহমান বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। সুস্বাস্থ্য কীভাবে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করা হয়েছে। দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’

সিএসএফ গ্লোবালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান ও তারেক রহমান উপস্থিত শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ১০ শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে তারেক রহমান নিজে শিশুদের সঙ্গে কথা বলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025