বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নির্বাচনি প্রচারে মাইক ব্যবহারে যে সময় বেঁধে দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার বুধবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর তথা বৃহস্পতিবার ২২শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। এ প্রচারে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালাতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি মাইক ব্যবহারেও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, কোনো নির্বাচনি এলাকায় মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি প্রচারে মাইক ব্যবহারের এ নিময় মানতে হবে।

ইসি আরো জানায়, মাইক ও লাউড স্পিকার ব্যবহার কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি কোনো নির্বাচনি এলাকায় একক কোনো জনসভায় একই সঙ্গে তিনটির অধিক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন না।

তবে সাধারণ প্রচারের জন্য ব্যবহৃত মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। নির্বাচনি প্রচারকার্যে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের অধিক হতে পারবে না।

উল্লেখ্য, প্রথমবারের মতো পোস্টার ছাড়াই এবারের নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025