বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন

ঢাকার বিভিন্ন আসনে প্রচারে ব্যস্ত জামায়াতের প্রার্থীরা

নির্বাচনি প্রচারের প্রথম দিনেই ব্যস্ত হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন আসনে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন তারা। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।

সূত্রমতে, ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে জামায়াতের প্রার্থী রয়েছেন। বাকিগুলোতে ১০ দলীয় ঐক্যের শরিক হিসেবে এনসিপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-৫ আসনে জামায়াতের প্রার্থী কামাল হোসেন, ঢাকা-৬-এর প্রার্থী আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে এনায়েত উল্লাসহ অন্য প্রার্থীরা গণসংযোগ করছেন।

এছাড়া ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের জনসভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। মিরপুর-১০ নম্বরে আয়োজিত এই জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। অন্য আসনেও জামায়াত প্রার্থীদের পক্ষ থেকে প্রচার ও গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025