বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতে জামায়াতের নিন্দা ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো যে ভয়ংকর তথ্য মেহেরপুরে পাঁচ ইটভাটায় সাড়ে ১১ লাখ টাকা জরিমানা মেহেরপুরের গাংনীতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে মেহেরপুরে শাহিন নামের এক চালককে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে: অর্থ উপদেষ্টা শাকসু নির্বাচন বানচাল হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি ছাত্রশিবিরের শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতে জামায়াতের নিন্দা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে হতাহতের এ ঘটনা ঘটে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে একজন র‌্যাব কর্মকর্তা নিহত ও আরও ৩ জন র‌্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ও সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। এমতাবস্থায়, আমি সন্ত্রাসীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, “সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকায় ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। এসময় দুষ্কৃতকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়।”

সন্ত্রাসীদরে গুলিতে নিহত কর্মকর্তা ডিএডি মো. মোতালেব -এর রুহের মাগফেরাত কামনা, নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান গোলাম পরওয়ার। আহতদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন, এই ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য র‌্যাব সদস্যদের উপর হামলা চালিয়েছে। তাই প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ জাতীয় সন্ত্রাসী কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025