বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, প্রশাসনের আচরণ যদি একপাক্ষিক হয়, তবে এমন নির্বাচনের কোনো প্রয়োজন নেই।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে ‘আজাদীর যাত্রা’ কর্মসূচির প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি যদি সত্যিই গণতন্ত্র রক্ষা করতে চায়, তবে প্রশাসনের এই নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও সোচ্চার হতে হবে।”

একই অনুষ্ঠানে এনসিপি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন যে, বর্তমান প্রশাসন রাজনৈতিকভাবে বিএনপির দিকে হেলে পড়েছে। দেশে আবারও ফ্যাসিজমের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “জনগণ আর প্রশাসনের গোলামি দেখতে চায় না।” তিনি প্রশাসনের এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় না দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

এনসিপি নেতারা নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, কমিশনকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক আচরণ করতে হবে। নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা জনমনে আস্থার সংকট তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025