মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়: প্রেস সচিব

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দাফন কার্যক্রম সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সভা শেষে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তায় ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। দাফন ও জানাজা সবকিছু পূর্ণ রাষ্টীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

প্রেষ সচিব বলেন, বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ প্লাজা পর্যন্ত খালেদা জিয়ার লাশ বহনকারী গাড়ি সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বাংলাদেশ টেলিভিশন এটা সরাসরি সম্প্রচার করবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতা কর্মীদের সঙ্গে সমন্বয় করে এ দাফন অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভায় আলোচনায় বসেন উপদেষ্টারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025