রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কেবিন থেকে সিসিইউতে এবং সেখান থেকে পরবর্তী সময়ে আইসিইউতে নেওয়া হয়। স্বাভাবিকভাবেই খালেদা জিয়া অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। আল্লাহর রহমতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তাহলে ভালো কিছু হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরও বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ মোতাবেক চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করছেন চিকিৎসকরা।
চিকিৎসায় কোনো ধরনের বিঘ্ন এড়াতে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডা. জাহিদ।
তিনি বলেন, খালেদা জিয়া ও অন্যান্য রোগীর চিকিৎসায় যেন ব্যাহত না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে এবং অতিরিক্ত উৎসাহে কোনো কর্মকাণ্ডে জড়িত না হতে তারেক রহমান অনুরোধ করেছেন।