বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

ঢাকার সড়কে বিএনপি নেতাকর্মীদের ভিড়

বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা তিনদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলো তুলনামূলক ফাঁকা।

তবে ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা সংবধর্নাস্থলে এসে উপস্থিত হচ্ছেন।

বনানী থেকে এয়ারপোর্টমুখী রাস্তা যান চলাচলের জন্য ফাঁকা রাখা হয়েছে। তবে এয়ারপোর্ট থেকে বনানীমুখী রাস্তায় যানজট রয়েছে। খবর বিবিসি বাংলার।

সকাল পৌনে নয়টার দিকে বিমানবন্দর এলাকা বেশ ফাঁকা দেখা যাচ্ছে। লোকাল বাস চলাচল করছিল। তবে দূরপাল্লার বাস সড়কটিতে কম দেখা গেছে।

এসময় বিএনপি নেতাকর্মীদের বাসে করে আসতে দেখা গেছে। দলে দলে মিছিল নিয়েও আসতে দেখা গেছে।

তবে মহাখালীর দিকে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। বিজয়সরণীতে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের যেতে দেওয়া হচ্ছে।

রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

কুড়িল থেকে নেতা-কর্মীরা পায়ে হেটে মূল মঞ্চের দিকে যাচ্ছেন। কুড়িল ফ্লাইওভারে সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। নিচে মূল সড়কেও সেনাসদস্যদের দেখা যাচ্ছে।

সড়কের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ডকুমেন্টারি দেখানো হচ্ছে। পাশাপাশি মঞ্চ থেকে তারেক রহমানের ফ্লাইটের সর্বশেষ অবস্থানও ঘোষণা করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025