শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :

পরিবারের সদস্যসহ ৬ জনকে নিয়ে দেশে ফিরবেন তারেক রহমান, চেয়েছেন ট্রাভেল পাশ

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তারেক রহমান তার পরিবারের তিনজন সদস্য, ব্যক্তিগত সরকারী ও প্রেস সচিবসহ মোট ছয়জনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। অর্থাৎ ওই ফ্লাইটে তিনিসহ মোট ৬ জন দেশে ফিরছেন। এরইমধ্যে দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তিনি। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, প্রায় দেড় যুগ পর তারেক রহমানের এই ফেরাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি।

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির গঠন করা অভ্যর্থনা কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন সালাহউদ্দিন। তার নেতৃত্বেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বিমানবন্দর পরিদর্শন করে।

এসময় তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বেবিচক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সালাহউদ্দিন আহমদ ছাড়াও উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম।

তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে দলের নিরাপত্তা টিম কথা বলেছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025