বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে
মোটরসাইকেলযোগে গ্রামের ভেতরে ঢুকে ডাকাত দল আজিজুল হকের বাড়িতে প্রবেশ করে তার পুত্রবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতরা ঘরে থাকা নগদ ১ লাখ ৯০ হাজার টাকা, প্রায় ১০ ভরি সোনার গহনা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
মালিক আজিজুল হক বলেন, ‘আমার স্ত্রী তখন একা ছিলেন। আমি কিছু কেনাকাটার জন্য বাজারে গিয়েছিলাম। ডাকাত দল মোটরসাইকেলযোগে এসে বাড়ির সন্ধান নিয়ে প্রবেশ করে। আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বালিশ চাপা দিয়ে ঘরে থাকা টাকা ও সোনার গহনা নিয়ে চলে যায়। আমার স্ত্রী ডাকাতদের চেনতে পারেননি।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা গেছে, ডাকাত দলের মধ্যে ২ থেকে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা ছিল। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে
তথ্যসূত্র: সময়ের সমীকরণ