রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির সালমান–আনিসুল সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক সৌদির এফ-৩৫ কেনা মধ্যপ্রাচ্যে কি প্রভাব ফেলবে? পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২২ হাজার প্রবাসীর নিবন্ধন জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুর দিল্লিকে চিঠির পরই বিচলিত কামাল, ভারত ছাড়ার বিষয়ে ফোনালাপ ফাঁস পোস্টাল ভোট: নিবন্ধন চলবে তফসিলের দিন থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোবাইল ফোন কেনার জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার যেকোনো সময় দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান প্রায় দুই লাখ প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন, শীর্ষে সৌদি আরব

সংসদ নির্বাচনের ব্যালটে থাকছে না ৪টি দলের প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক এবং নিবন্ধন বাতিল থাকায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন (চাবি), ফ্রিডম পার্টি (কুড়াল) ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি (বাঘ) প্রতীক থাকছে না।

সাধারণ ভোটে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক থাকবে। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সাংবিধানিক সংস্থাটির নির্ভরযোগ্য সূত্র।

এদিকে নির্বাচনে বিদ্যমান নীতিমালার নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটগ্রহণ শেষ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক ‘মক ভোটিং’ বা পরীক্ষামূলক ভোটগ্রহণের তথ্য পর্যালোচনায় এমন চিত্র উঠে এসেছে। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে সাংবিধানিক সংস্থাটির নির্ভরযোগ্য সূত্র।

মক ভোটিং নিয়ে কথা বলেছেন নির্বাচন বিশেষজ্ঞরাও। তারা বলেন, গণভোট সম্পর্কে অধিকাংশ মানুষ অজ্ঞ। তাই বেশি বেশি প্রচার করা দরকার। এমনকি রাজধানীর বাইরে অনগ্রসর এলাকায় মক ভোটিং করা হলে সুফল পাবে ইসি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, একজন ভোটারের ভোট দিতে যে সময় প্রয়োজন, তা বর্তমান নীতিমালায় বরাদ্দ করা সময়ের চেয়ে অনেক বেশি। বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে এই সময়ের ব্যবধান প্রায় দ্বিগুণ। বর্তমান ভোটগ্রহণ হয় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, মোট আট ঘণ্টার।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা-সংক্রান্ত সিদ্ধান্তসহ চারটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আজ রোববার নির্বাচন ভবনে বসছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য দশম কমিশন সভাটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, কমিশনের এ বৈঠকে মোট চারটি প্রধান বিষয় আলোচ্য সূচিতে স্থান পেয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। এ সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া কবে শুরু হবে।

অপর যে তিনটি গুরুত্বপূর্ণ এজেন্ডা কমিশন সভায় আলোচনা হবে, সেগুলো হলো- ভোটের সময় ও কক্ষ বাড়ানোর বিষয়ে পর্যালোচনা। যাচাই-বাছাই প্রক্রিয়ায় থাকা নতুন রাজনৈতিক দলগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। আর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশনের অবস্থান কী হবে, তা নিয়ে মতামত প্রদান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025