মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম জানিয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা-কামালকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাইবে প্রসিকিউশন। এছাড়া তাদের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম প্রসিকিউশন শুরু করেছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এসব কথা জানান।
প্রসিকিউটর তামিম বলেন, হাসিনা-কামালের বিরুদ্ধে রেড নোটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। পররাষ্ট্র থেকে এটা ইন্টারপোলে যাবে। এটার কাজ শুরু হয়ে গেছে।
তিনি আরও বলেন, পলাতক আসামিদের সঙ্গে আর ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই। আগামী ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করে অ্যাপিলেট ডিভিশনে আপিল ফাইল করতে পারবেন। সেখানে তারা তাদের বক্তব্য জানাতে পারবেন।
তিনি আরও বলেন, এই রায় তিনটি জায়গায় যাবে—প্রসিকিউশন টিম, উপস্থিত আসামি ও জেলা ম্যাজিস্ট্রেট।
শেখ হাসিনা ৩০ দিনের মধ্যে যদি না আসে, তখন কী হবে? এমন প্রশ্নের জবাবে এই প্রসিকিউটর আরও বলেন, যেসকল আইনে আপিলের সময়সীমা বর্ণনা করা নেই, সেগুলো আইনের আপিলের সময়সীমা নির্ধারণ হয় তামাদি আইন অনুযায়ী। পেনাল কোডে যদি কাউকে শাস্তি প্রদান করা হয়, নির্ধারিত সময়ে আপিল না করলেও তামাদি মউকুফের আবেদন করতে পারেন। কিন্তু বিশেষ আইনে তামাদির সময় বলা আছে। তাই আইন অনুযায়ী ৩০ দিন পার হলে তারা গ্রেপ্তার হলে রায় কার্যকর হবে।