সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

সহিংসতার হুমকি দিলেন জয়

আওয়ামী লগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সংহিস বিক্ষোভের হুমকি দিয়েছেন স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগের সমর্থকরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বাধা দেবে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে রয়টার্সকে সাক্ষাতকার দিলেন সজীব ওয়াজেদ জয়।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে আসার পর থেকে হাসিনা দিল্লির আশ্রয়ে রয়েছেন। জয় বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ সম্মান দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘ওরা আমার মায়ের সঙ্গে কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

জয় বিশ্বাস করেন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হবেন। তিনি বলেন, ‘তারা এটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025