শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

শনিবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী শনিবার (২৫ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার আহ্বান জানিয়েছে।

 

 

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান।

 

 

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আন্দোলনরত আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে গত ১৯ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৫ দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করা হয়। এছাড়া তিন দিনের চতুর্থ পর্বের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

 

জামায়াতের এই আহ্বানকে সামনে রেখে ২৫ অক্টোবর দেশের সব মহানগর ও বিভাগীয় সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

 

 

মিয়া গোলাম পরওয়ার দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

 

 

জামায়াতের দাবি অনুযায়ী, আন্দোলনের মূল লক্ষ্য হলো জাতীয় সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দেখা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025