শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক-সমমনাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে চায় না বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক বা সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে হিসেবে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত প্রস্তাব দিয়েছে দলটি।

 

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাতে সিইসি’র কাছে এই প্রস্তাবনা দিয়েছেন তারা।

 

 

প্রস্তাবনায় বলা হয়েছে, ‘নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন– ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি। উল্লেখযোগ্য যে, এরই মধ্যে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্যপদে তড়িঘড়ি করে দলীয় লোক নিয়োগের ব্যবস্থা নেওয়া হয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে।’

 

 

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ড. মঈন খান বলেন, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। এ সময় তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শীর্ষক একটি দলিল দেখা গেছে।

 

 

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আমরা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দিইনি, শুধু ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের আহ্বান জানিয়েছি। বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে না দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025