শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শুক্রবার (৩ অক্টোবর) রাতে পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও হাসিবুরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।
হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তার সঙ্গে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ জানান, পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় হঠাৎ করে হাসিব অসুস্থ বোধ করেন। এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হলে তাকে পানি দেওয়া হয়। কিন্তু পানি নেওয়ার আগেই তিনি নিচে পড়ে যান।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হয়, তাতে তার হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে।
রুহুল আমিন বলেন, ‘আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।