শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

রেস্তোরাঁয় খাওয়ার সময় অসুস্থ হয়ে ছাত্রদল নেতার মৃত্যু

পবিত্র জুমার নামাজ আদায় শেষে ফেসবুক পোস্ট করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান। পরে নিজের অ্যাকাউন্টে করেন আরও দুটি পোস্ট। তবে কে জানতো এসব পোস্টই হয়ে থাকবে তার জীবনের শেষ পোস্ট।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও হাসিবুরের মৃত্যুর সংবাদটি নিশ্চিত হওয়া গেছে।

হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তার সঙ্গে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ জানান, পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় হঠাৎ করে হাসিব অসুস্থ বোধ করেন। এরপর নিঃশ্বাস নিতে কষ্ট হলে তাকে পানি দেওয়া হয়। কিন্তু পানি নেওয়ার আগেই তিনি নিচে পড়ে যান।

আল মাহমুদ বলেন, জরুরিভাবে আমরা তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ইসিজি করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তার ইসিজি করা হয়, তাতে তার হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে।

রুহুল আমিন বলেন, ‘আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।’

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।

ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়, ক্যাম্পাস সংলগ্ন হোটেলে খাবার খেতে যান হাসিব। পরে সেখানে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025