শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান ফাইনালে নিয়ম ভাঙলেই জেল ও ১০ লাখ টাকা জরিমানা

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই হাইভোল্টেজ ম্যাচ। ২৮ হাজার আসনের গ্যালারির সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।ম্যাচকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্টেডিয়ামের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ বাহিনী মোতায়েন করেছে দুবাই সরকার। যেকোনো অনিয়ম বা সহিংস আচরণের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

দর্শকদের খেলা শুরুর অন্তত তিন ঘণ্টা আগে মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে। একবার প্রবেশের পর পুনরায় প্রবেশের অনুমতি থাকবে না। নিষিদ্ধ সামগ্রীর তালিকায় রয়েছে আতশবাজি, ফ্লেয়ার, লেজার পয়েন্টার, ধারালো বস্তু, অস্ত্র, বিষাক্ত পদার্থ, সেলফি স্টিক, বড় ছাতা, অনুমোদনহীন ব্যানার বা পতাকা, কাঁচের বোতল, পোষা প্রাণী, সাইকেল ও স্কেটবোর্ড।

সংযুক্ত আরব আমিরাতের স্পোর্টস ইভেন্ট সিকিউরিটি আইন অনুযায়ী, মাঠে অনধিকার প্রবেশ বা নিষিদ্ধ বস্তু বহনের শাস্তি ১–৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৩০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা। সহিংসতা, বস্তু নিক্ষেপ বা বর্ণবাদী মন্তব্যের জন্য ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা এবং কারাদণ্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত।

নিরাপত্তা নিশ্চিতে স্টেডিয়ামের প্রতিটি অংশে সিসি ক্যামেরায় নজরদারি করা হবে এবং বিশেষ বাহিনীর টহল থাকবে।ক্রিকেটীয় দিক থেকে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। পাকিস্তান গ্রুপ পর্ব ও সুপার ফোরে কেবল ভারতের বিপক্ষে হেরেছে, তবে অন্য ম্যাচগুলো জিতে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে। রেকর্ড অনুযায়ী ভারত আটবার আর পাকিস্তান দুবার এশিয়া কাপ জিতেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved Meherpur Sangbad © 2025