বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
রাকসু নির্বাচন: ম্যানুয়াল ভোট গণনাসহ ৬ দফা দাবি ছাত্রদলের পাকিস্তানের উপর হামলা মানেই সৌদির উপর হামলা, প্রতিরক্ষা চুক্তি সই জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি আজ শুরু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জামায়াতের পর এ মাসে মাঠে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশও, দিলো কর্মসূচি চলতি মাসেই জামায়াতের আন্দোলন, ঘোষণা হলো তারিখ জামায়াত আমিরের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাক্ষাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে কঠোর সরকার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: সালেহউদ্দিন

জামায়াতসহ ৭ দলের অভিন্ন কর্মসূচি আজ শুরু

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে বিভিন্ন দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের এই অভিন্ন কর্মসূচি প্রতিটি দল নিজ নিজ ব্যবস্থাপনায় পৃথকভাবে পালন করবে। কর্মসূচি সফল করতে দলগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো: ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাগপা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দাবিগুলোর মধ্যে উলে­খযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। দাবি আদায়ের লক্ষ্যে আগেই দলগুলো বৃহস্পতিবার, শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করে।

জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। একইভাবে ইসলামী আন্দোলন এক বিবৃতিতে জানায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জোহর ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়া বিকালে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিস।

এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ বেশ কিছু দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। কর্মসূচি অনুযায়ী প্রথম দিনে আজ ঢাকায় বিক্ষোভ মিছিল করবে। এদিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024