রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

ঢাবি শিক্ষার্থীদের যে ২ বিশেষ সুবিধা দেওয়া শুরু করলো ছাত্রশিবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ও ভেন্ডিং মেশিন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১৪ সেপ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ কথা জানায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে এ উদ্যোগ নেওয়া হলেও আচরণবিধি ভঙ্গের আশঙ্কায় তখন তা বাস্তবায়ন হয়নি।

এ সময় বলা হয়, এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে—টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল, বিজনেস ফ্যাকাল্টি এবং মোকাররম ভবনে।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নারী শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমরা পাশে থাকবো।

শিবিরের ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খান জানিয়েছেন, সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো দলীয় বিবেচনা রাখা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024