রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
এতে সদ্য নির্বাচিত সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, নির্বাচনের প্রচারণার মতোই এখনো ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন তারা।
সাদিক কায়েম বলেন, ডাকসুতে আমরা কেউ জয়ী হইনি, ডাকসু হয়েছে মানে আমরা সবাই জিতেছি, ‘জুলাই’ জিতেছে।
তিনি আরও জানান, নির্বাচনের আগেও তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছিলেন এবং এখনো তাদের কাছে যাবেন।
তিনি আরও জানান, এক বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করতে তারা খুব শিগগিরই কাজ শুরু করবেন এবং কিছু পরিকল্পনা যেমন সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজন পাঠানোর পরিকল্পনা রয়েছে।
গত ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে নির্বাচন হয়েছিল। নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকসহ (এজিএস) ২৩টি পদে বিজয়ী হন।
এছাড়া, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা তিনটি সম্পাদক পদে জয়লাভ করেছেন—সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বি এবং সমাজসেবা সম্পাদক পদে মো. যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের)। সদস্য পদে বিজয়ী হন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।