মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক নারী প্রার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হিসেবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। পাশাপাশি অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে।
অভিযুক্তের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সদস্য শেহরীন আমি ভুইয়া মোনামি বলেন, ‘আলী হোসেন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে আমরা প্রমাণ পাইনি। তিনি নিজেও স্বীকার করেছেন যে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। এ ছাড়া আমরা অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাইনি, যা দিয়ে তাকে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট বলা যায়।’
তিনি আরো জানান, আলী হোসেনের কয়েকটি ছবি নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল। তবে সেগুলো সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কুরুচিপূর্ণ স্ট্যাটাসের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাও চেয়েছেন।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলী হোসেনের কিছু পুরনো ছবি ও পোস্ট ঘিরে তাকে ছাত্রদল ও শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ তুলেছিলেন অনেকে। তবে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির অনুসন্ধানে তা প্রমাণিত হয়নি।